শারীরিক ব্যয়াম সম্পর্কে দার্শনিকেরা কী বলেন
পশ্চিমা দর্শনের সর্ববৃহৎ স্তম্ভ প্লেটো সম্পর্কে বলা হয় তার নাম প্লেটো ছিল না। তিনি যুবক বয়সে শরীরচর্চা করতেন। তার কাঁধ এত চওড়া হয়েছিল যে শরীরচর্চার শিক্ষক নাম দেন প্লেটো, অর্থাৎ চওড়া কাঁধ যার। অনেকে মনে করেন প্লেটো অলিম্পিকে খেলাতে অংশ নিয়েছেন ও স্বর্ণপদক জিতেছেন। কিন্তু এই অনুমান প্রশ্নাতীত নয়।