দর্শন, জিম ও ডায়োজিনিস
প্রাচীন গ্রীক দার্শনিকদের জানার জন্য যে বই সবচাইতে বেশি ব্যবহৃত হয়, ডায়োজিনিস লয়েরতিয়াসের, লাইভস এন্ড অপিনিয়ন্স অব এমিনেন্ট ফিলোসফার; এই বই যদি আপনি পড়েন, তাহলে দেখবেন দার্শনিকেরা মাইন্ড ও বডিকে আলাদা করে দেখতেন না। তারা মনে করতেন ভালো চিন্তা করতে হলে যেমন ভালো বই বা জ্ঞানীদের কাছে গিয়ে শিখতে হবে, তেমনি দরকারী শারীরিক ট্রেইনিং ও ভালো ডায়েট। অন্যথায় ভালো চিন্তা সম্ভব না।