প্রথম কথাই হচ্ছে বডিবিল্ডিং কী। মেরিয়েম ওয়েবস্টার ডিকশনারিতে বডিবিল্ডিং কথাটির অর্থ লেখা আছে, খাবার এবং ব্যায়ামের মাধ্যমে বডি নির্মান করা, বিশেষত প্রতিযোগিতামূলক খেলায় প্রদর্শনের জন্য।
অর্থাৎ, এখানে দুইটা অংশ আছে।
অংশ একঃ যেখানে একজন মানুষ তার খাবার নিয়ন্ত্রণ করে এবং ব্যায়াম করে তার ইচ্ছামত বডি তৈরি করবেন, যেরকম তার পছন্দ সেরকম। এই ধরণের বডি তৈরি করে তিনি কোন প্রতিযোগিতায় যাবেন না। বলা যাক এটি তার নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য, ফিটনেস বাড়ানোর জন্য।
অংশ দুইঃ এই ধরণের বডি বিল্ডিং এ একজন ব্যক্তি বডি নির্মান করেন খাবার এবং এক্সারসাইজের মাধ্যমে, কিন্তু তিনি এটি করেন প্রতিযোগিতায় প্রদর্শনের জন্য ও জেতার জন্য। এটি একটি খেলা। যেমন ক্রিকেট একটি খেলা যেখানে পেশাদার খেলোয়াড়েরা পরিশ্রম করে নিজেদের তৈরি করেন প্রতিযোগিতায় জেতার জন্য।
আমি বডিবিল্ডিং এর ক্ষেত্রে অংশ এক এ ফোকাস করতে চাই। কারণ প্রতিযোগিতামূলক বডিবিল্ডিং এ আমার আগ্রহ নেই। আমার আগ্রহ এস্থেটিক বডি বিল্ডিং এ।
এস্থেটিক বডি বিল্ডিং এর প্রধান লক্ষ্য থাকে প্রতিসাম্যিক বা সিমেট্রিক্যাল একটি বডি নির্মান করা। প্রতিসাম্যিক বলতে বুঝায় যেখানে এক পাশ অন্য পাশের সমান।
প্রাণীজগতে প্রতিসাম্যকে দেখা হয় সৌন্দর্য হিসেবে। সেজন্য মানুষও প্রতিসাম্যকে সুন্দর মনে করে।
আপনার এক হাতের বাইসেপ যদি আরেক হাতের বাইসেপের চাইতে ছোট হয় তাহলে তা দেখতে ভালো দেখাবে না। দুই অংশ সমান বা প্রায় সমান হতে হবে।
এস্থেটিক বডি বিল্ডিং এর ক্ষেত্রে আপনি অবশ্যই চাইবেন না খুব বেশি মাসল তৈরি করতে। আপনি সেটুকু মাসল তৈরি করতে চাইবেন যেটুকু হলে আপনাকে দেখতে ভালো দেখায়। বেশি মাসল মানেই দেখতে সুন্দর এমন অবশ্যই নয়। এই কথাটি খেয়াল রাখতে হবে।
বডি বিল্ডিং এর ক্ষেত্রে জেনেটিকস একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। আপনার জেনেটিক ভিত্তি যেমনই হোক না কেন অবশ্যই আপনি ভালো বডি তৈরি করতে পারবেন। কিন্তু আপনার বাইসেপের শেইপ কীরকম হবে, মাসল গেইন কী রকম হবে ইত্যাদির অনেক অংশই আপনার জিনের উপর নির্ভর করে। দুইজনের মাসলের আকৃতি একইরকম নাও হতে পারে। এছাড়াও কতটুকু মাসলে আপনাকে কেমন দেখাবে তা নির্ভর করে অনেকটা আপনার স্কেলেটাল আকার-আকৃতির উপরে।
তাই ঠিক অন্যের মতো মাসল তৈরি করতে যাওয়া ঠিক পন্থা নয়। কারণ অন্য আরেকজনের মাসল আকৃতি ঐরকম হয়ত তার জেনেটিক কারণে, আপনার মাসল আকৃতি ভিন্ন আপনার জিনগত কারণে। হয়ত তার স্কেলেটাল গঠন আপনার স্কেলেটাল গঠনের চাইতে ভিন্ন।
আপনার যে অবস্থা আছে সেখান থেকেই উন্নত করার চেষ্টা করতে হবে। অন্যদের দেখে অনুপ্রেরণা পেতে পারেন। কিন্তু মিলিয়ে মিলিয়ে তুলনা করতে হলে তা আপনার হতাশা বাড়াতে পারে।
যেকোন কাজে সবাইকে খুশি করতে যাওয়া সবচাইতে ভুল পথ। রোমান দাস ও জ্ঞানী ব্যক্তি পাবলিয়াস সাইরাস অনেক আগেই লিখে গিয়েছিলেন, যারা সবাইকে খুশি করতে যায় তারা ব্যর্থতার পথেই হাঁটে।
আপনি আপনার বডি যখন তৈরি করবেন তখন যারা দেখবে তাদের সবাই এর প্রশংসা করবে না। কেউ বলবে আপনার বাইসেপ আরো বেশি হলে ভালো হতো, কেই বলবে আপনার পেট আরো বড় হলে ভালো হতো, কেউ বলবে আপনার সিক্স প্যাকে ভালো লাগছে না।
আর্নল্ড শোয়ার্জনেগারকেও অনেকে বলতো, তোমার মতো বিদঘুটে বডি আমি কখনো চাইব না।
শোয়ার্জনেগার হেসে জবাব দিতেন, তা তুমি করতে কখনো পারবেও না।
অনেক সাধারণ মানুষ মনে করে কেউ জিমে যায় শোয়ার্জনেগার হতে। সে আশা করে কয়দিন পরে স্ট্রং ম্যানদের মতো বা প্রফেশনাল বডি বিল্ডারদের মতো ‘দানব’ দেখবে। কিন্তু তাদের এই ধারণা ভুল জানার জন্যে।
মাসল অলঙ্কারের মতো বিষয় নয় যে আপনি বাজার থেকে কিনে আনলেন। মাসল একটি জীবন্ত বাস্তবতা ও আপনার অংশ। যেটুকু মাসল আপনার থাক, তার জন্য পর্যাপ্ত খেতে হবে। বেশি মাসল হলে বেশি খাবার আপনার লাগবে, কারণ মাসল বেশি ক্যালরি খরচ করে।
সুতরাং, আপনি ততটুকু মাসলই চাইবেন যতটুকু আপনি মেইন্টেইন করতে পারেন।
কারণ মেইন্টেইন করতে না পারলে সেই মাসল হারিয়ে যাবে। আর মেইন্টেইন করতে আপনার যদি খারাপ লাগে বা কষ্ট হয় তাহলে এতো মাসলের দরকার কি?
এস্থেটিক বডি বিল্ডিং এর কথা হলো, সেইরকম মাসল তৈরি করুন যাতে আপনাকে দেখতে ভালো লাগে, আপনি যেগুলি মেইন্টেইন করতে পারবেন ও যে মাসল আপনার ফিটনেস ও স্ট্রেংথ বাড়াবে।
এখানে দার্শনিক নাসিম তালেবের সূত্র শেয়ার করি, নো মাসল উইদাউট স্ট্রেংথ।
অর্থাৎ, শক্তি অর্জন ছাড়া মাসল অর্জন নয়। মাসলের সাথে সাথে স্ট্রেংথও যেন বাড়ে। এই কথাটি অভারল ফিটনেস বাড়াতে জোর দেয়।
অনেককিছু জানলাম। ধন্যবাদ। ভালোবাসা নিবেন। এই ক্যাটাগরিতে আরো লেখেন প্লিজ। বিশেষ করে যারা এস্থেটিক বডিবিল্ডিং শুরু করতে চায়। তাদের জন্য পরামর্শ কিভাবে শুরু করবে, খাবার মেইনটেন্স আর জিম রুলস এসব। প্লিজ।
অনেক কিছু সম্পর্কে জানতে পারলাম।লেখাটা আরো বড় হলেই বোধকরি ভাল হতো। এ বিষয়ে আরো বেশী বেশী লেখা চাই।
ন্যাচারালি কি আমাদের শরীর অ্যাসিমেট্রিক?