এই সাইট শুরু করেছিলাম ফিটনেস নিয়ে লেখালেখি করার জন্য। শুরুতে যেরকম ইচ্ছা ছিল, ওইরকম নিয়মিত এখানে লেখা প্রকাশ করা সম্ভব হয় নি।
কিন্তু তাও গুরুত্বপূর্ণ কিছু জায়গা কভার করা গেছে বলে আমার মনে হয়।
জিম, ওয়েট ট্রেইনিং আমার প্রিয় জিনিস। এই জার্নিতে প্রচুর পড়তে হয়েছে ফিটনেস নিয়ে। ইচ্ছা ছিল তার কিছু কিছু এবং ব্যক্তিগত ইনসাইট নিয়ে এখানে লেখা।
ইচ্ছা ছিল, জিম জিনিসটারে আমি যেভাবে দেখি, অর্থাৎ সামগ্রিকভাবে এর ফিলোসফিটা দাঁড় করানো, যেটা যে ইন্টেলেকচুয়াল রেনেশান্সের জন্য আমি কাজ করি, তার সাথে মিলে এক ক্লাসিক্যাল অবস্থান তৈরি করবে।
এই যাত্রাটি দীর্ঘ, যেমন ফিটনেসের যাত্রাটিও। এখন থেকে আবার চেষ্টা করব নিয়মিত ভাবে এখানে লেখা প্রকাশ করতে।
যারা আমার লেখা পছন্দ করেন, তাদের স্বাগতম, আবার!
- মুরাদুল ইসলাম